বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনা মধ্যে দিয়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
প্রতিবছরের মতো এবারও আদিনা ফজলুল হক সরকারি কলেজ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিবসের কর্মসুচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বাঁধনের সহায়তায় রক্তের গ্রুপ নির্ধারণ ও আলোচনা সভা। রেডক্রসের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট ১৮২৯ খ্রিস্টাব্দের ৮ মে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন সারাবিশ্বে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
এ উপলক্ষে শিক্ষক ও যুবসদস্যদের শোভাযাত্রা কলেজের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।
শহীদ মিনার চত্বরে অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আসগার হোসেন ও যুব রেডক্রিসেন্ট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ জিল্লুর রহমান। এসময় কলেজের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.