আদিতমারীতে উপজেলা এডভোকেসী ও প্লানিং সভা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট আদিতমারী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, পরিচালক জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও লাইন ডাইরেক্টর ন্যাশনাল নিউট্রেশন সার্ভিসেস স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা এর সহযোগিতায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারী ২০২০ইং পালন উপলক্ষে আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা এডভোকেসী ও প্লানিং সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসী ও প্লানিং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক এ কে এম মাহবুব আলম।
ভারপ্রাপ্ত পরিসংখ্যানবীদ শফিক আহম্মেদের সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হক খন্দকার,উপজেলা শিক্ষা অফিসার এনএম শরিফুল ইসলাম খন্দকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুর আলম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কহামিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আজিম মিয়া,ইসলামিক ফাউন্ডেশনের সুপাভাইজার একরামুল হক ও সাংবাদিক সুলতান হোসেন প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.