আদালত অবমাননার দায়ে রাবি উপচার্যসহ তিন জনের বিরুদ্ধে মামলা


রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ তিন জনের বিরুদ্ধে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ এনে বিশ^বিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক শাহরিয়ার পারভেজ বাদী হয়ে আদালত অবমাননার মামলা দায়ের করেছে।

গতকাল বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজশাহী সিনিয়র সহকারী জজ আদালতে তিনি (শাহরিয়ার) এ মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।

জানা যায়, গত ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করে আইন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে প্রেষণে আইন ও ভূমি প্রশাসন বিভাগে স্বপদে ও স্ববেতনে স্থানান্তর করা হয় এবং ২৫ এপ্রিল থেকে আগামী তিন বছরের জন্য আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়।

অন্য একটি বিভাগের শিক্ষককে আরেকটি বিভাগে সভাপতির দায়িত্ব দেওয়ার প্রতিবাদে আদালতের শরণাপন্ন হন আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষকরা।

আদালত রফিকুল ইসলামকে সভাপতি নিয়োগে ও যোগদান না করতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু প্রশাসন আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে রফিকুল ইসলামকে সভাপতি পদে নিয়োগ দেয়।

এ ঘটনার প্রেক্ষিতে শাহরিয়ার পারভেজ আদালতে মামলা দায়ের করেন।

জানতে চাইলে মামলার বাদী শাহরিয়ার পারভেজ বলেন, ‘আদালত অবমাননা করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে মামলার আসামিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.