আদালতে শেখ হাসিনাকে কেন হাজির করা হচ্ছে না, খালেদার প্রশ্ন

 

ঢাকা প্রতিনিধিআজ বৃহস্পতিবার কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবীরের আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রশ্ন করেন, এই মামলায় শেখ হাসিনাও আসামি। তাহলে আদালতে শুধু আমি একা কেন? তিনি কোথায়? তাকে কেন আদালতে আনা হচ্ছে না?

খালেদা জিয়া বলেন, আজ যে মামলায় আমাকে আদালতে দাঁড়াতে হয়েছে একই মামলায় বর্তমান প্রধানমন্ত্রীও আসামি ছিলেন। তাহলে তাকে কেন আদালতে হাজির করা হচ্ছে না। তার কেন বিচার হচ্ছে না?

তিনি আরও বলেন, নাইকোর চুক্তিতে আমি তো শুধু ধারবাহিকতা রক্ষা করার জন্য স্বাক্ষর করেছিলাম।

তবে খালেদা জিয়ার প্রশ্নের জবাবে আদালদের পক্ষ থেকে জানানো হয় যে, এই মামলায় শেখ হাসিনা এখন পার্ট নয়। তাই তিনি আদালতে আসেননি। উচ্চতর আদালত এ মামলা থেকে বর্তমান প্রধানমন্ত্রীকে অব্যাহতি দিয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.