আদমদীঘি ৬ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থীদের নাম চুড়ান্ত ভাবে মনোনয়ন দেয়া হয়েছে।
এবার তিন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদেরকে পুনরায় ও একজন মহিলাসহ নতুন ৩জনকে দলীয় নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।
অত্র উপজেলায় আওয়ামীলীগ যাদের নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দিলেন তারা হলেন, আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল হক আবু, আদমদীঘি সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান, ও চাঁপাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এ্যাড. শামসুল হক সাম।
এরা ২০১৬ সালে নির্বাচনে দলীয় নৌকা মার্কা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া এবার অপর তিন ইউনিয়নে নতুন মুখ হিসাবে তিনজনকে দলীয় নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন- কুন্দগ্রাম ইউনিয়নে শামীম উল ইসলাম, সান্তাহার ইউনিয়নে নাহিদ সুলতানা তৃপ্তি এবং নসরতপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক।
এবার আওয়ামীলীগের প্রধান আকর্ষন হলো একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তিকে দলীয় মনোনয়ন দেয়া। আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু কেন্দ্রীয় নির্বাচন বোর্ডের দেয়া চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া প্রার্থীদের নাম নিশ্চিত করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.