আদমদীঘি ১০৩ বছরের পুরাতন আইপিজে উচ্চবিদ্যালয় মাঠে প্রাচীর নির্মান কাজের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: প্রায় ১০৩ বছরের পুরাতন ঐতিহ্যবাহি বগুড়ার আদমদীঘি ঈশ্বর.পূর্ণ, জয় (আইপিজে) পাইলট উচ্চ বিদ্যালয়ের বিশাল খেলার মাঠে প্রাচীর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকালে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে এই প্রাচীর নির্মান কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদ সদস্য উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজু আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সদস্য সাংবাদিক আবু মুত্তালিব মতি, শিক্ষক দেলোয়ার হোসেন, নুর ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য; আদমদীঘি সদর ইউনিয়নের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৫ লাখ ৩০ হাজার টাকা ব্যায়ে অত্র বিদ্যালয় বিশাল খেলার মাঠের উত্তর পাশে এই প্রাচীর নির্মান কাজ শুরু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.