আদমদীঘি মাসিক আইনশৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে দুটি সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, ফাঁড়ি ইনচার্জ হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল, ইউপি চেয়রম্যান গোলাম মোস্তফা, মহিউদ্দিন তালুকদার, সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, তোফায়েল আহমেদ, জিল্লুর রহমান প্রমুখ।
সভায় প্রতিটি হাটবাজারে সরকারি মুল্য তালিকা টাঙ্গানো জন্য ইজারাদারদের জোড় তাগিদ দেয়া হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.