আদমদীঘি থানা ওসির অভিযানে জুয়ার আসর পন্ডু গ্রেফতার-৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক তাসের মাধ্যমে জুয়া খেলার আসর গুড়িয়ে পন্ডু করে দিয়েছেন। এ সময় সেখান থেকে তিন জুয়াড়িকে গ্রেফতার ও সরঞ্জাম জব্দ করেন।

গতকাল শনিবার সন্ধ্যায় আদমদীঘির হলুদঘর ভেবরা একটি বাঁশঝাড়ে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো, দুপচাঁচিয়া খেয়ালি গ্রামের নিয়ামত আলির ছেলে রফিকুল ইসলাম (৫০), আদমদীঘির হলুদ ঘর গ্রামের আক্কেল আলির ছেলে মোফাজ্জল হোসেন মুসা (৩২) ও মোহাম্মদ আলির ছেলে জাহেদুল ইসলাম (৩০)।

পরদিন আজ রোববার গ্রেফতারদের আদালতে প্রেরন করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি আব্দুর রাজ্জাক বিটিসি নিউজকে জানান, আদমদীঘি উপজেলার হলুদ ঘর গ্রামের পাশে^ ভেবরা এলাকায় বাঁশ ঝাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদে সন্ধ্যায় ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে সরঞ্জামসহ উল্লেখিত জুয়াড়িদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.