আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির ব্রিজ থেকে ডহরপুর হয়ে ছাতিয়ানগ্রাম পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুন) দুপুরে ফলক উম্মোচন করে এ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আঃলীগ নেতা শহিদুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, ঠিকাদার প্রতিষ্টান প্রতিনিধি বোরহান উদ্দিন, আব্দুল মতিন, আরিফুল খান তনু, ফাহাদসহ স্থানীয় নেতৃবর্গ।
উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান জানান, এলজিইডির বগুড়ার আওতায় আরডিআরআইডিপি প্রকল্পের সাড়ে ৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে সাড়ে ছয় কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে আদমদীঘি উপজেলা সদরের সাথে জয়পুরহাট, আক্কেলপুর, তিলকপুর, ছাতিয়ানগ্রামসহ ওই এলাকার হাজার হাজার মানুষের দেশের সকল স্থানে যোগাযোগে ব্যাপক সুবিধা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.