আদমদীঘি উপজেলা বিএনপির কর্মি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির এক কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আদমদীঘির কালাইকুড়ি এ্যাকোয়া কালচার ফার্ম চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও সহসভাপতি কামরুল হাসান মধুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, সহকারি অধ্যাপক (অব:) গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনুর রহমান তালুকদার, পৌর বিএনপির নেতা জুয়েল হোসেন, মনছুর রহমান, চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, লোকমান হোসেন বাবু, পৌর মহিলা দলের সভানেত্রী এইচ এম মুক্তা বেগম প্রমুখ।
সমাবেশে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসুচী বাস্তবায়ন করার লক্ষে সকল নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে প্রচারনা জোড়দার করার আহবান জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.