আদমদীঘি উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের ২০১৯-২০২০ সালের জন্য উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে ৫ কোটি ৯৪ লাখ ৪হাজার ৮২৫ টাকা ভিভিন্ন খাত থেকে আয় ও ৫ কোটি ৩ লাখ ৬০ হাজার ১৬০ এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯০ লাখ ৯৪ হাজার ৬৭৫ টাকা।

গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বাজেট উপস্থাপন করেন উপজেলা উপ-সহকারি প্রকৌশলী ফেরাইল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, এসএম বেলাল হোসেন, আব্দুল হক, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, বেনজীর রহমান, সান্তাহার প্রেসক্লাবের সম্পাদক খায়রুল ইসলাম, এসআই ফেরদৌস আলী প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.