আদমদীঘি উপজেলার ৬৬ মন্ডবে অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর এবারই প্রথম শারদীয় দুর্গাপুজা মন্দিরে মন্দিরে আগুন থেকে নিরাপদ রাখতে আদমদীঘি উপজেলায় ৬৬টি পুজা মন্ডবে অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা প্রশাসন কতৃক এই সব অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আফাজ উদ্দীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা আছাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন মন্ডবের নেতৃবর্গ।
এবার আদমদীঘি উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে মোট ৬৬টি মন্ডবের মধ্যে ৪৪ টি মন্ডবের সভাপতি ও সম্পাদককে এই অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান করা হয়। অবশিষ্ট অগ্নি নির্বাপক যন্ত্র অল্পদিনের মধ্যে দেয়া হবে বলে উপজেলা প্রশাসন জানান। এদিকে বহু বছর পর প্রথম বারের মতো মন্দিরে অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে এই অগ্নি নির্বাপক যন্ত্র বিশাল ভুমিকা রাখবে বলে মন্দির কমিটির নেতৃবর্গ মনে করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.