আদমদীঘি আঞ্চলিক মৎস্যচাষী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা ও আঞ্চলিক মৎস্যচাষী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ মার্চ) দুপুরে উপজেলা আল রিয়াদ ফিস এন্ড ফিড মিল চত্বরে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বেলাল হোসেন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সমিতির প্রধান উপদেষ্ঠা সিরাজুল ইসলাম খান রাজু। সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মাহাবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সমিতির সহ সভাপতি মোতাহার হোসেন, মৎস্য বন্দোবস্তকারি সমিতির সাবেক সভাপতি আকবর আলী খান, হ্যাচারি মালিক জাহানুর রশিদ জানু, কোরবান আলী, মিহির সরকার প্রমূখ।
সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও নির্বাচন অনুষ্ঠানসহ কতিপয় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.