আদমদীঘির শিববাটী-গাদোঘাট সড়ক পাকাকরণের দাবীতে মানববন্ধন

 


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির শিববাটী থেকে গাদোঘাট গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার সড়ক পাকাকরণের দাবীতে এলাকার নারী পুরুষ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচী পালন করেছেন।
বুধবার সকাল ৯টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের গাদোঘাট গ্রাম এলাকার কাঁচা সড়কে এই মানববন্ধন ও অবরোধ করা হয়।
আদমীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গাদোঘাট গ্রাম এই গ্রামের বসবাস করেন হাজারের বেশি পরিবার। দেশ স্বাধীনে পর গ্রামবাসি গাদোঘাট থেকে শিববাটী বাজার হয়ে উপজেলা সদরসহ দেশেল বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করার জমির আইন প্রসার করে মাটি কেটে সড়ক নির্মান করেন।
গাদোঘাটসহ ওই এলাকার বিভিন্ন গ্রামের লোকজন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কটির শিববাটী বাজার থেকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত পাকাকরণ করা হলেও অবশিষ্ট প্রায় দুই কিলোমিটার পর্যন্ত কাঁচা সড়কটি পাকাকরণের কোন উদ্যোগ নেই। ফলে জরুরী রোগি বহনসহ নানা মুখি অসুবিধায় পড়তে হয়।
গাদোঘাট গ্রামসহ কয়েকটি গ্রামের যোগাযোগের জনগুরুত্বপুর্ন একমাত্র কাঁচা সড়কটি অবিলম্বে পাকাকরণের দাবী জানিয়ে এলাকার নারী পুরুষ এই মানববন্ধন ও অবরোধ কর্মসুচী পালন করেন। মানববন্ধন কালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, আব্দুল গোফ্ফার ও মেহেদী হাসান প্রমুখ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.