আদমদীঘির মুরইল তালুকদার পাড়া রাস্তায় জলাবদ্ধতায় সীমাহিন দুর্ভোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদার পাড়া যাতায়াতের রাস্তায় একটু বৃষ্টিতেই ভয়াবহ আকারে জলাবদ্ধা সৃষ্টি হওয়ায় যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পানি নিস্কাশনে ড্রেনের ব্যবস্থা না থাকা ও রাস্তার উত্তর পাশে মাটি ভরাট করে রাখায় এই জলাবদ্ধতা আরো প্রকট হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
জানায়ায়, আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ড-নসরতপুর ইউনিয়ন অভিমুখী সড়ক থেকে মুরইল তালুকদার পাড়া যাবার ইট বিছানো রাস্তা রয়েছে। এই রাস্তার দুই ধারে অনেকেই বসবাস করে থাকেন। ওই পাড়ায় বসবাসকারিদের বাসা বাড়ির পনি নিস্কাশনের তেমন কোন ড্রেনেজ ব্যবস্থা নেই।
একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সম্প্রতি মুরইল তালুকদার পাড়া রাস্তায় প্রবেশের মুখে আব্দুর রহিম ও রাজনের বাড়ির উত্তরে জনৈক ব্যক্তি মাটি কেটে ভরাট করে স্তুপ করে রাখেন।
গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাতের কারনে ও পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তালুকদার পাড়া যাতায়াতের রাস্তা সহ আশপাশে বাসা বাড়ির আঙ্গিনা ও উঠানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পানি নিস্কাশন না হওয়ায় উল্লেখিত পাড়ায় বসবাসকারিদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোাহাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরশন করা না হলে অনেকের বাড়ি ঘরের ক্ষতিসাধন হবে বলে ভুক্তিভোগিরা জানান।
জলাবদ্ধতা নিরশনের জন্য স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.