আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি থেকে দিনাজপুর সিএনজি কেনার জন্য বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার ছয় দিন যাবত রহস্যজনক নিখোঁজ রয়েছে বগুড়ার আদমীঘির বীর মুক্তিযোদ্ধার ছেলে সিএনজি চালক নুর ইসলাম (৪৫)।
তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় সে জীবিত না মৃত কিংবা কোন ছিনতাইকারির কবলে পড়েছে কিনা এ নিয়ে পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন।
নিখোঁজ নুর ইসলাম আদমদীঘি উপজেলা সদরের কশাইগাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ছেলে।
নিখোঁজ নুর ইসলামের বড় ভাই আব্দুল মজিদ জানায়, নুর ইসলাম আদমদীঘিতে সিএনজি চালানোর পাশাপাশি পুরাতন সিএনজি কেনা বেচা করতো। সেই সুবাদে দিনাজপুরে জনৈক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে সে গত বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকালে বেশ কিছু অংকের টাকা নিয়ে আদমদীঘির কশাইগাড়ী বাড়ি থেকে দিনাজপুরের উদ্দেশ্যে বেড়িয়ে যায়।
পরদিন শুক্রবার পর্যন্ত দিনাজপুর অবস্থান কালে পরিবারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ হয়।
এরপর থেকে অজ্ঞাত কারনে অদ্যবদি ছয় দিন অতিবাহিত হলেও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত তার সাথে আর কোন যোগাযোগ হয়নি। এমন কি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
এ ঘটনায় থানায় অবহিত করা হলে নিখোঁজ নুর ইসলামের মোবাইল ফোনের শেষ লোকেশন ঢাকাতে পাওয়া যায়। সে অনুযায়ী তিনি ভাইকে খুঁজতে গত সোমবার রাতে ঢাকাতে যান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.