আদমদীঘির বিহিগ্রাম বনতইর-বলদাকুড়ি সড়কের বেহাল দশা

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির বিহিগ্রাম-বনতইর হয়ে বলদাকুড়ি পর্যন্ত প্রায় ৮কিলোমিটার গ্রামীন সড়ক পাকা করণের দীর্ঘ এক যুগেও সংস্কার কিংবা মেরামত না করার কারনে প্রায় পুরো সড়ক বেহাল দশায় পরিনত হয়েছে। সড়কের পুরো এলাকার পাকা কংক্রিট উঠে খানাখন্দকে ভরপুর হয়ে ছোট যানবাহন, স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ জনসাধারনের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসি জরুরী ভিক্তিতে এই সড়কটি মেরামত কিংবা পুনঃ নির্মান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

জানাযায়, আদমদীঘির চাঁপাপুুর ইউনিয়নের বিহিগ্রাম বাজার হতে বনতইর হয়ে আবাদপুকুর সড়কের বলদাকুড়ি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার গ্রামীন কাঁচা সড়কটি ২০০৬ সালের জানুয়ারী মাসে স্থানীয় সরকারের অর্থায়নে পাকা করণ করা হয়। এই সড়ক দিয়ে বড়িয়াবার্তা, গোবিন্দপুর, বনতইর, কয়াকুঞ্চি, হাইসপুর, মাতাপুর, সিংগাহার ছাতারবাড়ীয়, রানীনগরের আবাদপুকুর বাজার, ভেটি, বিষœপুর, হলদেপুরসহ প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ উপজেলা সদর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রিক্্রাভ্যান কিংবা মোটরসাইকেলসহ ছোট যানবাহন যোগে যাতায়াত করে থাকেন। সড়কটি নির্মানের প্রায় এক যুগ হলেও কোন প্রকার সংস্কার কিংবা মেরামত কাজ করা হয়নি। ফলে পুরো সড়কে পাকা কংক্রিট উঠে গর্তসহ খানাখন্দকে পরিনত হয়েছে।

এলাকাবাসির হাট বাজারে ধান চাল তরিতরকারি বহনে যেমন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তেমনি জরুরি রোগি বহনেও ভোগান্তিতে পড়েছে। বর্তমানে সড়কটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় ছোট যানবাহন ও সাধারন মানুষের চলাচল মারাত্মক ঝুঁকি হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। চাঁপাপুর ইউপি চেয়ারম্যান এ্যড, ষামছুল হক সাম জানান, সড়কটি পুনঃনির্মানের জন্য কয়েক দফায় আবেদন করার পর বরাদ্দের জন্য অনুমতি পাওয়া গেছে। উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান, জনগুরুত্বপূর্ন এই সড়ক পুনঃনির্মানের জন্য ইতিমধ্যেই বরাদ্দ চেয়ে উদ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। অল্প সময়ের মধ্যে বরাদ্দ এলেই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো:হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.