আদমদীঘির প্রবীণ আওয়ামীলীগ নেতার ইন্তেকাল


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, নসরতপুর ইউপির দুই বারের চেয়ারম্যান, নসরতপুর হাই স্কুলের অপসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বী কারি প্রবীণ আওয়ামীলীগের নেতা নসরতপুর গ্রামের ছোলায়মান আলী মাস্টার বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় তার নিজ গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন) তার বয়স হয়েছিল ৮৯ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে, পাঁচ মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।
পরদিন শুক্রবার বেলা ১০ টায় মরহুমের গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
প্রবীণ আওয়ামীলীগ নেতা ছোলায়মান আলী মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক সাংসদ আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব কছিম উদ্দীন আহম্মেদ, নব নির্বাচিত সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, সাবেক পৌর মেয়র প্রবীণ আ‘লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সম্পাদক এ্যাড, কুদরত-এ-এলাহি কাজল, সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আইন বিষয়ক সম্পাদক মখলেছুর রহমান, সুমিনুল ইসলাম, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.