আদমদীঘির নতুন মাত্রা রক্তদহ বিলের ব্রিজ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঈদুল আজহার চার দিন অতিবাহিত হলেও আদমদীঘির বিনোদন কেন্দ্র গুলোতে ব্যাপক হারে ভীড় লক্ষনীয়। ঈদের ছুটিতে সান্তাহার ফারিস্তা, শখের পল্লী ও ডানা পার্কে ভীড় থাকা সত্বেও বাড়তি বিনোদন কেন্দ্র হিসাবে আদমদীঘির কদমা রক্তদহ বিলের খাড়ির ওপড় ব্রিজ ও তার পাশের সড়কে বাড়তি মাত্রা যোগ হয়েছে বিনোদন কেন্দ্র হিসাবে।
রক্তদহ বিল এলাকা অনেক কোলাহল মুক্ত হওয়ায় ঈদ পেরিয়ে চার দিন অতিবাহিত হলেও কিশোর, কিশোরী শিশুসহ সকল বয়সের বিনোদন প্রত্যাশিদের আগমন ও ভীড় লক্ষনীয়।
এখানে বিভিন্ন ধরনে দোকান পাট বসেছে মেলায় পরিনত হয়েছে, এই রক্তদহ বিল খাড়ির ব্রিজ এলাকা। শখের পল্লী, ফিরিস্তা ও ডানা পার্কে টিকিটের মাধ্যমে বিনোদন কেন্দ্র উপভোগ করতে হয়। কিন্ত এই রক্তদহ বিল ব্রিজ এলাকায় বিনা টিকিটে ও কোলাহল মুক্ত হওয়ায় এবার প্রচুর দর্শনার্থিদের সমাগম ঘটে।
করজবাড়ি গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, সম্প্রতি বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সাইলো সড়ক থেকে আদমদীঘি রেলস্টেশন সড়কের কদমা গ্রামের পাশে রক্তদহ বিলের মূল খালের উপর একটি ব্রিজ নির্মাণ করেন। মনোরম পরিবেশে তৈরি নতুন এই ব্রিজে রং করায় সৌন্দর্য আরো বৃদ্ধি পায়।
এজন্য আদমদীঘি উপজেলাসহ বিভিন্ন উপজেলা এিলাকা থেকে ঘুরতে আসছেন নানা শ্রেনির পেশার মানুষ।
খাড়ির ব্রিজ এলাকা থেকে আসা মিনি সুলতানা বিটিসি নিউজকে বলেন, ঈদে এবারই প্রথমবার এখানে ঘুরতে এসেছি। বাড়তি খরচ ছাড়াই প্রাকৃতিক পরিবেশে আনন্দ উপভোগ করতে ভাল লেগেছে।
মিজানুর রহমান বিটিসি নিউজকে বলেন, রক্তদহ বিলের খালের ওপর নতুন এই ব্রিজ তৈরি করায় এখানে একটি বিনোদন কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে। এই ব্রিজটি এলাকার চিত্র বদলে দিয়েছে। বিভিন্ন উৎসবে লোকজন ছুটে আসছে।
বিশেষ দিনে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ও এই ব্রিজ এলাকার আশে পাশে আরো সুন্দর্য বর্ধন করার জন্য সরকারি ভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন বলে স্থানীয় বাসিন্দারা দাবী করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.