আদমদীঘির ডিসি সড়ক থেকে হাটৎপাড়া রাস্তায় চলাচলে দুর্ভোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি হাসপাতাল হতে গার্লস স্কুল পর্যন্ত ডিসি সড়কের বন বিভাগ হতে মরকোটা হটাৎপাড়া রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তা সংকীর্ণ হওয়ায় করায় যানবাহনসহ জনসাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওই এলাকায় বসবাসকারিরা বাঁশের বেড়া অপসারণ ও ইট বিছানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।
জানাযায়, আদমদীঘি হাসপাতাল হতে গার্লস স্কুল পর্যন্ত ডিসি সড়কের হাসপাতালের দক্ষিন প্রাচীর ঘেঁষে বন বিভাগ থেকে ক্রথ ফ্যাক্টরি হয়ে মরকোটা হটাৎপাড়া পর্যন্ত প্রায় ৩ শ ফিট কাঁচা রাস্তা দিয়ে ওই এলাকায় বসবাসকারি শিক্ষার্থিসহ জনসাধারন প্রায় ২০ বছর যাবত যাতায়াত করে আসছে। পাঁচ বছর পুর্বে বন বিভাগ থেকে ক্রথ ফ্যাক্টরি পর্যন্ত প্রায় দেড়শ ফিট কাঁচা রাস্তায় সরকারি ভাবে ইট বিছানো হলেও অবশিষ্ট প্রায় দেড়শ ফিট রাস্তা কাঁচা ও সংকীর্ণ রয়েছে।
এদিকে ক্রথ ফ্যাক্টরি গেট সংলগ্ন ও মরকোটা হটাৎপাড়া প্রবেশের মুখে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তা সংকীর্ণ থাকায় ওই পাড়াসহ তেতুলিয়া ও উজ্জলতা গ্রামের শতশত মানুষ চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়েছে।
হটাৎপাড়ার আতাউর রহমান আতাসহ অনেকেই ওই রাস্তার বেড়া তুলে প্রতিবন্ধকতা রোধ ও ইট বিছানোর ব্যবস্থা গ্রহন দাবী জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.