আদমদীঘির আমইল ইন্দইল খাল পুন:খনন কাজের উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার আমইল-ইন্দইল খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে ইন্দইল ব্রিজের নিচে খাল পারে এ কাজের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরও উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, ইউপি সদস্য ইয়ারব আলী, মোসলেম উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য; স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় টেকসই ক্ষুদ্রাকর পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আমইল-ইন্দইল উপ প্রকল্পের প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার পর্যন্ত এই খাল পুন:খনন কাজ শুরু করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.