আদমদীঘিতে ৯৯৯-এ ফোন বাড়িতে গাঁজা সেকনকালে গ্রেফতার-১

প্রতীকী ছবি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বাড়িতে বসে গাঁজা সেবনকালে ৯৯৯-এ ফোন পেয়ে মিন্টু শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিন্টু শেখকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালত এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত গাঁজাসেবী মিন্টু শেখ সাওইল বাজারের আব্দুল হান্নানের ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বিটিসি নিউজকে জানান, আজ মঙ্গলবার দুপুরে সাওইল বাজারে নিজ বাড়িতে বসে গাঁজা সেবন করছে। এমন সংবাদ ৯৯৯-এ ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিন্টু শেখকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। বিকেলে দন্ডপ্রাপ্তকে বগুড়া জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.