আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ৯২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাশেদ রানা (২৫) ও শিপন ওরফে রবিন (৩২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় আদমদীঘির মুরইল-সাওইল পাকা সড়কের উপড় থেকে ও ডালম্বা গ্রাম থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদ রানা আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল বাজারের পুটু মিয়া ছেলে এবং শিপন ওরফে রবিন আদমদীঘি সদর ইউপির ডালম্বা পুর্বপাড়ার কাশেম সরদারের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে আদমদীঘি উপজেলায় মাদক বিরোধী অভিযান কালে সন্ধ্যায় থানার এসআই ফেরদৌস আলী ফোর্সসহ আদমদীঘির মুরইল-সাওইল সড়কে বেচাকেনার সময় রাশেদ রানাকে গ্রেপ্তার ও তাকে তল্লাশি করে জিন্সের প্যান্টের পকেটে অভিনব কায়দায় রাখা ৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
অপরদিকে এসআই আরাফাত রহমান ফোর্সসহ ডালম্বা গ্রামে শিপন ওরফে রবিনের বসতবাড়িতে অভিযান চালিয়ে বেচা কেনার সময় ২৫ পিস ট্যাপেন্টডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় মাদক আইনি পৃথক দুটি মামলা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.