আদমদীঘিতে ৯০ পিস এ্যাম্পলসহ দুই মাদক কারবারি গ্রেফতার : বাইক জব্দ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৯০ পিস নেশার এ্যাম্পলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত একটি নম্বর বিহীন মোটরসাইকেল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা।
সোমবার বিকেলে সান্তাহার-তিলকপুর সড়কের ছাতিয়ানগ্রাম ইশবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদরের পিরোজপুর শাহাপাড়ার মফিজ উদ্দিনের ছেলে হাসান (২২) ও সান্তাহার রথবাড়ি এলাকার হাফিজুরের ছেলে বজলুর রহমান (৪২)। এ ব্যাপারে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান বাদি হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেল সুত্রে জানাযায়, সোমবার বিকেলে মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার-তিলকপুর সড়কে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর এলাকায় যানবাহন তল্লাশি কালে সান্তাহার গামী একটি বাজাজ সিটি ১০০সিসি মোটসাইকেল থামিয়ে দুই আরোহির ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৯০পিস নেশার এ্যাম্পল উদ্ধার ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.