আদমদীঘিতে ৫০ হাজার পিস নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ মৎস্যচাষীর জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সরকারী ভাবে রাক্ষুসে আফ্রিকান মাগুর মাছ উৎপাদন সংরক্ষন ও বাজারজাত করণ নিষিদ্ধ থাকলেও বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একশ্রেনির মৎস্যচাষী বেশি লাভের আশায় বিভিন্ন পুকুর ও জলাশয়ে গোপনে এই আফ্রিকান মাগুর মাছ চাষ করে আসছেন।

এমন গোপন সংবাদের ভিক্তিতে আজ রোববার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার ডহরপুর গ্রামের একটি পুকুরে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। অভিযানে ওই পুকুরে থাকা ৫০ হাজার পিস আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ ও মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৮৫-এর আওতায় মৎস্য চাষকারি ডহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জানান, জব্দ করা পোনা ধ্বংস করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.