আদমদীঘিতে ৩৩৩ নম্বর কলে ৩০জনকে খাদ্যসহায়তা দিলেন ইউএনও


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমনে কর্মহীন হয়ে পড়া বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামের অসহায় কর্মহীন ৩০জন পুরুষ ও নারী ৩৩৩ নম্বর মোবাইল ফোনে কল করে খাদ্যসহায়তা পেলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোনের সুত্রধরে আদমদীঘি উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন চাল,ডাল, তেল সাবানসহ নানা খাদ্য সামগ্রী।

উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, করোনাভাইরাস সংক্রমনে কর্মহীন অসহায় মানুষদের পাশে সরকার রয়েছে। এজন্য উপজেলায় প্রতিটি গ্রাম, অটোরিক্সা চালক, ক্ষুদ্র দোকানি, দিনমজুরসহ বিভিন্ন পেশার কর্মহীনদের মাঝে সরকারি ও বে-সরকারি ভাবে চাল, ডাল, তেল, সাবান, মাস্কসহ নানা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সান্তাহার পৌরসভা ও কয়েকটি ইউনিয়নের ৩০জন কর্মহীন মানুষ ৩৩৩ নম্বর ফোনে কল করে সাহায্যের আবেদন করেন। সেই কলের ম্যাসেস পেয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয় খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের আওতায় ১১৫জন শিক্ষক শিক্ষীকাকেও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.