আদমদীঘিতে ১২ বছর লাইসেন্স নবায়ন না করায় আ. লীগ নেতার ঔষধের দোকান সিলগালা জরিমানা সেমাই জব্দ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সাওইলবাজারে সরদার ফার্মেসী নামের আওয়ামীলীগ নেতার একটি ঔষধের দোকান প্রায় ১২ বছর যাবত লাইসেন্স নবায়ন না করার অপরাধে ঔষধের দোকান সিলগালা, মাস্ক ব্যবহার না করা ২০জনের ২০ হাজার ১০০ টাকা জরিমানা ও ৬ খাঁচি সেমাই জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আজ রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহি কর্মকর্র্তা ও নির্বাাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা ও ঔষধের দোকান সিলগালা করেন।

ভ্রাম্যামান আদালত বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সাওইল বাজারে অভিযান চালিয়ে সরদার ফার্মেসী নামের ঔষধের দোকান মালিক উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজিবর রহমান ২০০৭ সালের পর থেকে প্রায় ১২ বছর লাইসেন্স নবায়ন না করে অবৈধ ভাবে চালিয়ে আসছিল ঔষধ ব্য্যবসা। তাকে না পাওয়ায় ঔষধের দোকান সিলগালা করা হয়েছে।

এ ছাড়া অনুমোদন ছাড়া খোলা অবস্থায় সেমাই বিক্রির অপরাধে ৬টি খাঁচি সেমাই জব্দ ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ২০জনের মোট ২০ হাজার ১০০টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সেমাই ধ্বংস করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.