আদমদীঘিতে ১শ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিক্রিকালে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খাড়ির ব্রিজ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘির পোঁওতা পূর্বপাড়ার নুর ইসলামের ছেলে গোলাম রব্বানী ওরফে চঞ্চল (২৬) ও সাগরপুর গ্রামের আকবর আলীর ছেলে আসাদুল (২৮)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানায়, আদমদীঘির খাড়ির ব্রিজ মোড় এলাকায় মাদক বিক্রি হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক রকিব হোসেন ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালান। এ সময় মাদক বিক্রি করার সময় মাদক ব্যবসায়ী গোলাম রব্বানী ওরফে চঞ্চল ও আসাদুলকে ১শ পিস ইয়বাসহ আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.