আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের পাশে জামায়াতে ইসলামী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দেশে চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়র নিরাপত্তা বিধানের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা সদর জামায়াতে ইসলামির উদ্যোগে সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে।
শনিবার (১০ আগস্ট) বেলা ১২টায় তারা আদমদীঘি সদর চড়কতলা, কুসুম্বী ও বশিপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও তাদের খোঁজখবর নেন।
মতবিনিময় কালে জামায়াত নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরী হিসাবে তাদের পাশে থেকে কাজ করবন এবং মিলেমিশে শান্তিতে বসবাস করতে আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতে ইসলামির আমির ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রিপন, জামায়াত নেতা আহসান হাবীব পল্টু, আব্দুল হামিদ, আব্দুল হান্নান, শ্রমিক নেতা আব্দুর রহিম মাস্টার, ফরিদুল ইসলাম প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.