আদমদীঘিতে স্বামী স্ত্রীসহ ৩ জন গ্রেফতার, হেরোইন-মদ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে স্বামী স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার ও তাদের নিকট থেকে হেরোইন ও চোলাই মদ উদ্ধার করেছেন।
গতকাল শুক্রবার (২২ অক্টোবর) রাতে উপজেলা ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া ও লক্ষীকোল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির পশ্চিম সিংড়া গ্রামের মামুন হোসেন (৩২) ও তার স্ত্রী সাবানা আক্তার (২৬) ও লক্ষীকোল গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে হাফিজার রহমান (৪৫)। এ ব্যাপরে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজকে জানান, গতকাল শুক্রবার রাতে উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামে বাড়ি থেকে মামুন হোসেন ও তার স্ত্রীকে ৫০ পুড়িয়া হেরোইনসহ এবং লক্ষীকোল গ্রামের হাফিজার রহমানকে ২০ লিটার চোলাই মদসহ তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুরে আসামীদের আদালতে প্রেরন করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.