আদমদীঘিতে স্বামীর বাড়ি থেকে গৃহবধু রহস্যজনক নিখোঁজ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে শিমু আক্তার (২০) নামের এক গৃহবধু স্বামীর বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে।
গতকাল রোবরার (০৭ মার্চ) ভোর রাতে আদমদীঘির তালশন গ্রাম থেকে সে নিখোঁজ হয়। শিমু আক্তার তালশন গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী।
এ ব্যাপারে ওই গৃহবধুর স্বশুড় আব্দুর রাজ্জাক গতকাল রোববার (০৭ মার্চ) দুপরে আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরি সুত্রে জানাযায়, আদমদীঘির তালশন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তারিকুল ইসলামের সাথে একই উপজেলার ডালম্বা গ্রামের নজরুল ইসলামের মেয়ে শিমু আক্তারের প্রায় দুই বছর আগে বিয়ে হয়।
গত শনিবার (০৬ মার্চ) দিবাগত রাতে স্ত্রী শিমু আক্তার ও তার স্বাশুড়ি রেহানাকে বাড়িতে রেখে আব্দুর রাজ্জাক ও তার ছেলে তারিকুল ইসলাম মাছ বিক্রি করতে মাছচাষ পুকুরে যান। ভোর রাতে গৃহবধু শিমু আক্তারের স্বাশুড়ি রেহানা পারভিন তার পুত্রবধুকে ডাকতে গিয়ে দেখেন শয়ন ঘরে শিমু আক্তার নেই্। পরে জানতে পারেন গৃহবধু তার ব্যবহৃত গহনা ও কাপড়চোপর নিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি বলে ওই গৃহবধুর স্বশুড় আব্দুর রাজ্জাক জানান।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন সাধারণ ডায়েরি বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.