আদমদীঘিতে স্ত্রী ফিরে না আসায় বিষপানে স্বামীর আত্মহত্যার চেষ্টা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ঢাকা থেকে স্ত্রী বাড়িতে না আসায় অভিমানে স্বামী শহিদুল ইসলাম বাসুয়া (৪৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে মূমূর্র্ষ অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘির তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, আদমদীঘির তেঁতুলিয়া গ্রামের শহিদুল ইসলাম বাসুয়ার সাথে নওগাঁর চুন্ডিপুর গ্রামের ছালিমা বেগমের প্রায় ২৫ বছর আগে বিয়ে হয়। তাদের তিন ছেলে রয়েছে। স্বামীর উপড় অভিমান করে তার স্ত্রী ছালিমা বেগম প্রায় দুই মাস আগে ঢাকায় যান। এরপর থেকে বউ পাগল বাসুয়া তার বউকে বাড়িতে ফেরাতে বার বার ফোনে আসতে বললেও আসেনি।
ফলে আজ রবিবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে সকলের অজান্তে গ্রামের ঈদগাহ মাঠের পাশে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্র্তি করান। শহিদুল ইসলাম বাসুয়ার মা সবিদা বেওয়া জানায়, তার ছেলে বউকে অত্যন্ত ভাল বাসে। কয়েকদিন যাবত বউকে ঢাকা থেকে বাড়িতে আসার জন্য তাগিদ দিলেও না আসায় অভিমানে বাসুয়া বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.