আদমদীঘিতে সিগারেটের প্যাকেটে মিলল ট্যাপেন্টাডল, গ্রেফতার-১


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সিগারেটের প্যাকেটে বহন করার সময় নেশার ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নিরব (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নিরব আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের এনামুল হকের ছেলে।
শনিবার রাত সাড়ে ১১ টায় বগুড়া-সান্তাহার মহাসড়কের ডালম্বা নামক স্থানে জনৈক বেলাল হোসেনের মুদি দোকানের সামনে তাকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার আদমদীঘি থানা পুলিশ রাত্রিকালিন টহল পাহারার সময় গোপন সংবাদের ভিক্তিতে উপ পরিদর্শক আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বগুড়া-সান্তাহার মহাসড়কের উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিরব নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করার পর তার পকেটে সিগারেটের প্যাকেটে রাখা ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃতকে রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.