আদমদীঘিতে সিএনজি গ্যাস ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা, ১০হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অনুমোদন বিহিন একটি সিএনজি গ্যাস ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৈধ কাগজপত্র না থাকায় ওই গ্যাস ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক সুলতান আহম্মেদের ১০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান সিলগালা করেন। সুলতান নওগাঁ জেলা সদরের বাঙ্গা বাড়ীয়া গ্রামের জিয়ারত উল্লাহর ছেলে। আজ সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে বলা হয়, আদমদীঘির পশ্চিম ঢাকারোড নামকন্থানে অবস্থিত সিএনজি মবিল স্টেশন প্রতিষ্ঠানটির মালিক সুলতান আহম্মেদ বৈধ কাগজ পত্র না করে দীর্ঘ দিন থেকে গ্যাস ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে আজ সেমবার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রম্যমান আদালত। এসময় ১০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। এছাড়া সান্তাহারের মুন বোডিংয়ে অভিযান চালিয়ে বেশ কিছু কন্ডম জব্দ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.