আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ছিনতাই সংক্রান্ত মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনির হোসেন ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিকেলে আদমদীঘি থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক ফেরদৌস আলী নারায়নগঞ্জ আদমজী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মনির হোসেন মুন্না সান্তাহার পৌর এলাকার আমির হোসেনের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানান, সান্তাহার পৌর এলাকার আমির হোসেনের ছেলে মনির হোসেন ওরফে মুন্নার বিরুদ্ধে আদমদীঘি থানায় ২০১৭ সালের ছিনতাই সংক্রান্ত ১১ নম্বর জিআর একটি মামলা হয়। সেই মামলায় বগুড়া দ্রুত বিচার আদালতের বিচারক দ্রুত বিচার আইনের ৪ ধারামতে আসামী মনির হোসেন ওরফে মুন্নাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। সে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল।
আদমদীঘি থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে ঢাকার নারায়নগঞ্জ আদমজী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী মনির হোসেন মুন্নাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.