আদমদীঘিতে সরকারি ১৪ বস্তা চাল উদ্ধার, মামলা দায়ের


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে একটি গুদাম ঘর থেকে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের সরকারি ১৪ বস্তা চাল ও মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজার এলাকার একটি গুদাম ঘর থেকে চাল ও চার বোতল মদ উদ্ধার করেন আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন।
এ ঘটনায় উজ্জল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আসামী করে আদমদীঘি থানায় আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদি হয়ে একটি মামলা দায়ের করে। উজ্জল হোসেন উপজেলার অন্তাহার গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে।
আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস জানান, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উজ্জল হোসেনের দোকানের পিছনে পাচারের উদ্দেশ্যে একটি গুদাম ঘরে সরকারি বস্তায় চাল রয়েছে।
এমন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ওই গুদাম ঘরে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের বস্তায় ৩০ কেজি করে মোট ১৪ বস্তা চাল, চার বোতল চোলাই মদ, মেসার্স হৃদয় এন্টারপ্রাইজ নামের মানি রিসিপ ও একটি হিসাবেরখসড়া খাতা উদ্ধার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়ের নিশ্চিত করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.