আদমদীঘিতে সরকারি ধানক্রয়ে লটারিতে ২২৬৩ কৃষকের ভাগ্য নির্ধারণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় সরাসরি ভাবে কৃষকের নিকট থেকে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহ করতে লটারির মাধ্যমে ২২৬৩জন কৃষকের ভাগ্য নিধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে উম্মুক্ত লটারির মাধ্যমে এসব কৃষক নির্ধারন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি. উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ওসি এলএসডি আতিকুল ইসলাম, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাংবাদিক মিহির সরকার, আবু মুত্তালিব মতি, আনোয়ার হোসাইন, তরিকুল ইসলাম জেন্টু, কৃষক আব্দুল জলিল প্রমূখ নেতৃবর্গ।

উল্লেখ্য, অত্র উপজেলার সান্তাহার পৌরসভাসহ ছয়টি ইউনিয়ন মিলে মোট ১৯ হাজার ৯০১জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে মোট ২ হাজার ২৬৩জন কৃষক লটারির মাধ্যমে সরকারি ভাবে খাদ্যগুদামে ধান সরবারহ করতে পারবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.