আদমদীঘিতে সফল মৎস্যচাষীর সম্মাননা পেলেন আব্দুর রশীদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাছ উৎপাদনে বিশেষ অবদানের জন্য প্রান্তিক মৎস্যচাষী আব্দুর রশীদ আকন্দকে সফল মৎস্যচাষী হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আজ রবিবার (৩১ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা মৎস্য অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাকক্ষে এই সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ডেভিড রেন্টু দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খানসহ অন্যান্য নেতৃবর্গ।
মৎস্যচাষী আব্দুর রশীদ আকন্দ ১৯৯৬ সাল থেকে চাঁপাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজস্ব পুকুরে মাছচাষ শুরু করেন। এরপর থেকে তিনি পর্যায়ক্রমে পবা, রুই, কাতলা, সিলভার, দেশী মাগুর, শিং মাছসহ বিভিন্ন প্রকার মাছ উৎপাদন করে এই সফলতা অর্জন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.