আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় প্লে শ্রেনির ছাত্রী নিহত, আহত-৪


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি সদরে বিদ্যালয়ে যাবার পথে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আরমিন আক্তার (৭) নামের অটোভ্যানের যাত্রী শিশুকন্যা নিহত ও ৪জন আহত হয়েছে।
নিহত আরমিন আক্তার আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের আবু ই্সুফ আলীর মেয়ে ও শিশু নিকেতন স্কুলের প্লে শ্রেনির ছাত্রী।
মঙ্গলবার (২০ ফেব্রয়ারী) সকাল ৯টায় আদমদীঘি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শরা জানায়, মঙ্গলবার সকাল ৯টায় আদমদীঘি উপজেলা ক্যাম্পাস বাসা থেকে আরমিন আক্তারকে তার মা অটোভ্যান যোগে বিদ্যালয়ে নিয়ে যাবার পথে সকাল ৯টায় মহাসড়কের হাসপাতাল মোড় অতিক্রম করার সময় সান্তাহারগামী মহিলাসহ তিন আরোহি নিয়ে একটি মোটরসাইকেল ওই অটোভ্যানকে সজোরে ধাক্কা দিলে ভ্যানগাড়ী থেকে ছিটকে পড়ে ভ্যানের যাত্রী শিশু আরমিন, তার মা ও মোটরসাইকেল আরোহিসহ ৫জন আহত হয়। গুরুত্বর আহত শিশুকন্যা আরমিন আক্তারকে আদমদীঘি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেল আটক করেছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিটিসি নিউজকে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.