আদমদীঘিতে শুরু হয়েছে ১৬ প্রহরব্যাপী হরিবাসর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আজ রবিবার থেকে আদমদীঘির (চড়কতলা) কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ১৬ প্রহরব্যাপী লীলা কীর্ত্তন হরিবাসর শুরু হয়েছে । সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন, রাধাগোবিন্দের শুভ অধিবাস ও গীতাপাঠের মাধ্যমে শুরু করা হয় এই হরিবাসর।

হরিনাম যজ্ঞ কমিটির সভাপতি শ্রী সত্যেশ চন্দ্র নিয়োগী বিটিসি নিউজকে জানান, অনুষ্ঠানে ভারত থেকে আগত জয়িতা দাসী, রাজশাহীর শনদ বিশ্বাস, আদমদীঘির সূজাতা মহন্ত ও গাইবান্দার সুবল কিশোর দাস পদাবলী কীর্ত্তন পরিবেশন করবেন। আগামী ২৪ জানুয়ারী বৃহস্পতিবার স্বস্ব মহিমায় মহন্ত বিদায়ের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.