আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় শারর্দীয় দুর্গাপুজা যথাযথ ও শান্তিপুর্ণ ভাবে উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, নেসকোর নির্বাহি প্রকৌশলী অমিত কুমার রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, ওসি তদন্ত শহিদুল ইসলাম, সান্তাহার ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, বিএনপির সহ সভাপতি কামরুল হাসান, ইসলামি আন্দোলন আদমদীঘি শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক আব্দুস ছালাম সরদার, সদর জামায়াতের আমীর ইদ্রিছ আলী, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মহিউদ্দিন তালুকদার, আনসার ভিডিপি অফিসার ফারজানা কাদের সুমি, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আফাজ উদ্দিন, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, চড়কতলা রাধাগোবিন্দ মন্দির সভাপতি কানাই চন্দ্র প্রামানিক, সাংবাদিক খন্দকার মেহেদী হাসান, তোফায়েল হোসেন, জিল্লুর রহমান প্রমুখ।
সভায় আসন্ন হিন্দুসম্প্রদায়ের শারর্দীয় দুর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে উদযাপনের লক্ষে প্রতিটি মন্ডবে নিরাপত্তা জোড়দারসহ কতিপয় গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.