আদমদীঘিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আজ রবিবার আদমদীঘিতে মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। সকাল ৯টায় হাই স্কুল মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার মাহবুবুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, বগুড়া জেলা পরিষদ সদস্য জাহিদুল বারী, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার আবির উদ্দীন, আনছার আলী প্রমূখ।

সভায় বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে জয়ী করে মুক্তিযোদ্ধাদের আরও সম্মানিত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.