আদমদীঘিতে লেবুজাতীয় ফসল উৎপাদনের লক্ষে প্রশিক্ষন অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে লেবুজাতয়ি ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলা বিভিন্ন গ্রামের কৃণক ও কৃষানীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

আজ বুধবার কৃষি অপিসের হলরুমে দিনব্যাপি এই প্রশিক্ষনে বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(পিপি)কৃষিবিদ সোহেল মো: শামসুদ্দীন ফিরোজ, আদমদীঘি উপজেলা কৃসি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি, বগুড়ার হর্টিকালচার সেন্টার উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মীর কাশিম আলী বক্তব্য রাখেন।

উপজেলা বিভিন্ন গ্রামের প্রদর্শনীপ্রাপ্ত ৩০জন কৃষক কৃষানীদের প্রশিক্ষন ও তাদের মাঝে মাল্টা লেবু বাতাবি লেবু ও দার্জিলিং কোমলা চারা, জৈব রাসায়নিক সার ও কীটনাশগল ও স্প্রেয়ারসহ প্রভৃতি সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.