আদমদীঘিতে র‌্যাবের জালে বিষ্ণু মুর্তিসহ একজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে র‌্যাব-১২ ক্যাম্পের জালে বিষ্ণু পাথরের মুর্তিসহ আব্দুল রশিদ (৪৮) নামের এক কালোবাজারিকে আটক করে বিকেলে আদমদীঘি থানায় সোর্পদ করেছে।
আটক আব্দুল রশিদ আদমদীঘির সাওইল পশ্চিমপাড়ার মৃত মোজাম প্রামানিকের ছেলে।
আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে আদমদীঘির আটক আব্দুল রশিদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৩০ কেজি ওজনের মুর্তি উদ্ধারসহ তাকে আটক করে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে জানান, আজ শনিবার (২৪ জুলাই) গোপন সংবাদের ভিক্তিতে রাব-১২ কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন এর নেতৃত্বে দুপুর ২টায় আদমদীঘির নসরতপুর ইউনিয়নের সাওইল পশ্চিমপাড়া আব্দুল রশিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার দক্ষি দুয়ারি ঘরের ভিতর লুুকানো অবস্থায় পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। মুর্তিটির ওজন ৩০,৫ কেজি। এছাড়া তার নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.