আদমদীঘিতে র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি সদরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মামুন হোসেন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২-ক্যাম্পের একটি দল।
গতকাল রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তালশন বসতবাড়ীর নিকট রাস্তা থেকে তাকে গ্রেফতার করেন। মামুন হোসেন আদমদীঘি তালশন পশ্চিমপাড়ার মকবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন র‌্যাব-১২।
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রবিবার (১৬ জানুয়ারি) র‌্যাব-১২-এর একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ওইদিন সন্ধ্যায় আদমদীঘির তালশন পশ্চিমপাড়া মাদক ব্যবসায়ী মামুনের বাসার সামনে রাস্তা মামুন নিজ হেফাজতে রেখে বিক্রি কালে তাকে গ্রেফতার ও তার নিকট থেকে নেশার ১৫৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়ের বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ সোমবার (১৭ জানুয়ারি) পুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.