আদমদীঘিতে রাধাগোবিন্দ মন্দিরের মেঝে ঢালাই কাজের উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের মেঝে পাকাকরণ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মেঝে ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুমার দুলাল, প্রকৌশলী অফিসের কার্যসহকারী বিকাশ দেবনাথ, ইউপি সদস্য মুকুল সরদার, মন্দির কমিটির নেতা কাঞ্চন সরকার, মদন মোহন সরকার, পঙ্কজ সরকার, মৃনাল সরকারসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য: এই মন্দিরের মেঝে পাকাকরন ঢালাই কাজের জন্য আদমদীঘি উপজেলা পরিষদ কর্তৃক ৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.