আদমদীঘিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন উদ্বোধন করলে জেলা প্রশাসক


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি কৃষি অফিসের উদ্যোগে কৃষি জমিতে যান্ত্রিককীকরণের মাধ্যমে সমলয় চাষাবাদের আওতায় হাইব্রিড ধানের প্রদর্শনী বাস্তবায়নে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারী)  বেলা ১১ টায় আদমদীঘির ছাতনী ব্লকের প্রান্নাথপুর গ্রামে ৫০ একরের প্রদর্শনী মাঠে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপন উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ মো. দুলাল হোসেন, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ আজ,জা,মু, আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ, আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায়, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান, বগুড়ার কৃষি প্রকৌশলী আবু সাঈদ চৌধুরী, ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা কামরুল আহসান কাঞ্চন, আ‘লীগ নেতা আবুল কালাম আজাদসহ ১৯টি ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা ও ব্লক প্রদর্শনী বাস্তবায়নে ৫০ একর জমিভুক্ত ১১৬জন কৃষক/কৃষাণীবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.