আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপন ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার বিভিন্ন রাস্তা ও সরকারি স্থাপনার সামনে শতাধিক বনজ, ফলজ ও ঔষুধি গাছ রোপন করা হয়। এছাড়া রহিম উদ্দিন ডিগ্রী কলেজ সংলগ্ন রামশালা খালে দেশি প্রজাতির বিভিন্ন পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ, সহকারী অধ্যাপক এমদাদুল হক মুকুল, রেজাউল ইসলাম, নাছির উদ্দীন, এত্তাজুল হক, সানজিদা আক্তার, ফিরোজা খাতুন, ফাহমিদা ইয়াসমিন, আফরোজা আক্তার, নাজমুল হুদা, ফারুক হোসেন, আদমদীঘি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়ন সরকার, যুগ্ম আহবায়ক করিম মোল্লা, যুবদল নেতা আবুল কাশেম, আল-আমিন হোসেন চঞ্চল, জুয়েল হোসেন, ছাত্রদল নেতা আব্দুল আওয়াল, রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জিম, সাগর হোসেন, নাফিউল ইসলাম, মেশকাত, আরিয়ান, নিহান সরদার, রিফাত, আরিফসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। #

















