আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনানে উপজেলা প্রাশাসন, বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, ফায়ার সার্ভিস আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবর্গ। #















