আদমদীঘিতে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েসহ নতুন ৪ জন করোনা আক্রান্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েসহ নতুন করে ৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার তাদের নমুনা রিপোর্ট পজিটিভ আসে।

এরা হলেন আদমদীঘির সদরের মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের স্ত্রী আদরি তার মেয়ে মনিকা, ছাতিয়ানগ্রাম ইউপির সাবেক মেম্বার আশরাফুল ইসলাম ও গাড়োহালি গ্রামের পল্লীচিকিৎসক গোপাল চন্দ্র।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: ফজলে রাব্বী জানান, উল্লেখিত করোনাভাইরাস উপসর্গ ব্যক্তিদের জ¦র শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দিলে গত কয়েকদিন আগে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গত শনিবার তাদের নমুনা পরীক্ষা পজিটিভ রিপোর্ট আসে।

তাদের শরীরে তেমন উপসর্গ না থাকায় নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ উপজেলায় এখন পর্যন্ত মোট ৬৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরমধ্যে দেড়মাস আগে শীতলাই গ্রামে একজনের মৃত্যু ও একজন পালিয়ে যায়।

বর্তমানে নতুন সনাক্তকারি এই ৪জনসহ ৩১জন বাসায় আইসোলেশনে রয়েছে। অপর শনাক্তকারিরা ৩৬জন সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.